সাইন্স বিষয়ে কেন পড়বো?

Monday, October 17, 2022

 


বিজ্ঞান নিয়ে পড়লে মুচি হতে পারবে, মেথর হতে পারবে, কুলি, দর্জি, রাজমিস্ত্রি, ছুতার, বাগানের মালী, স্কুলের দারওয়ান, শিক্ষক, ব্যাংকার, সরকারি চাকরিজীবি, - এমন হাজারটা পেশার নাম বলা যায়। বিজ্ঞান নিয়ে পড়লে যে কেবল বিজ্ঞানী আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই। বিবিএ পড়ে ব্যাংকে চাকরি করে জানি, কিন্তু বিজ্ঞান পড়েও ব্যাংকে চাকরি করা যায়- এমন অনেক উদাহরন আছে।

এবার খানিকটা কঠিন কিছু পেশার নাম বলি- জীববজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, রসায়নবিদ-এগুলো হল বিজ্ঞানের কঠিনতম আর সর্বোচ্চ পেশাগুলোর মধ্যে অন্যতম। ফাঁকি দিয়েও ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু বিজ্ঞানে বিশেষজ্ঞ হতে হলে বিজ্ঞানকে ভালোবাসতে হয়।

E-Science Care

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment